আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে বিনামূল্যে কম্পিউটারের কাজ শিখিয়ে চাকুরীর সুযোগ

আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে বিনা মূল্যে ১০০ জন ছেলে-মেয়েকে কম্পিউটার এর কাজ শিখিয়ে চাকুরীর ব্যবস্থা করে দেওয়ার সুযোগ করে দিচ্ছে বাংলাদেশের অন্যতম জব আউটসোর্সিং রিক্রটিং কোম্পানী জব দরকার লিমিটেড

শিক্ষাগত যোগ্যতা: ন্যূনতম এইচ এস সি পাশ।

বর্তমান সময়ে করোনা মহামারির কারনে বাংলাদেশের প্রায় ২৫ লক্ষ্য এর বেশি মানুষ বেকারত্বের অভিশাপে মানবেতর জীবন যাপন করছে। তাদের কথা চিন্তা করেই জব দরকার লিমিটেড প্রাথমিক পর্যায়ে ১০০ জন শিক্ষিত বেকার ছেলে-মেয়েকে সময়োপযোগী তথ্য প্রযুক্তি নির্ভর কর্ম দক্ষতা বৃদ্ধি করে চাকুরির ব্যবস্থা করে দেওয়ার উদ্যোগ নিয়েছে। নিচের যে কোন একটি কোর্স বেছে নিয়ে সল্প সময়ে স্কিল ডেভেলপ করে আপনিও নিতে পারেন এই বিশেষ সুযোগটি।

কোর্স সমূহ –

� গ্রাফিক ডিজাইন

� ডিজিটাল মার্কেটিং

� মাইক্রোসফট অফিস কোর্স

� সার্চ ইঞ্জিন মার্কেটিং

� ওয়েব ডিজাইন এন্ড ডেভেলপমেন্ট

� সফটওয়্যার ডেভেলপমেন্ট

� এনড্রয়েড এপস ডেভেলপমেন্ট

� ফেইসবুক মার্কেটিং

� সোশ্যাল মিডিয়া মার্কেটিং

� গ্রাফিক ডিজাইন

আবেদনের শেষ তারিখ- ৫ই ফেব্রুয়ারি ২০২২ইং।

প্রাথমিক যাচাই বাচাই এর পর যারা চুড়ান্তভাবে নির্বাচিত হবেন, তারা ভর্তির সময় নিন্মোক্ত কাগজপত্র সঙ্গে নিয়ে আসবেন:

১. বায়োডাটা /জীবন বৃত্তান্ত

২. পাসপোর্ট সাইজ দুই কপি ছবি

৩. ন্যাশনাল আইডি কার্ড/জন্ম নিবন্ধন কার্ড

৪. সকল একাডেমিক সার্টিফিকেট এর ফটোকপি।

কোর্সের সাথে আরো যেসকল সুযোগ-সুবিধাবলি থাকছেঃ

� আইটি সেক্টর ক্যারিয়ার গড়ার পরামর্শ

� লাইফ টাইম সাপোর্ট

� প্রতিটি ক্লাস টপিক এর ভিডিও

� চাকুরি পাওয়ার জন্য প্রয়োজনীয় সহযোগিতা প্রদান

� ব্যাকআপ ক্লাস এর ব্যবস্থা

� কোর্স শেষে সার্টিফিকেট প্রদান ।

কোর্সের মেয়াদ: ৩ মাস, সপ্তাহে ২ দিন ক্লাস ।

ক্লাসের সময়ঃ

� সকালঃ ১১.০০ থেকে ০১:০০

� বিকাল ৩.০০ থেকে ৫.০০

� সন্ধ্যাঃ ৫.০০ থেকে ৭.০০

� রাত: ৭.০০ থেকে ৯.০০

⭐ আবেদনের জন্য রেজিষ্ট্রেশন করুন: -

https://cutt.ly/HIkR8Ji

অথবা সরাসরি অফিসে এসে যোগাযোগ করুন:

???? House # 18, Sonargaon Janpath Road, Sector # 11, Uttara, Dhaka.

☎ +88 01971 900977, 01973 900933, 01970 277233, 01714 262717.