JOB DORKAR WORKING PROCESS

Job Portal for Employer

১. প্রথমে ওয়েব সাইটে লগ-ইন / রেজিস্ট্রেশন করতে হবে ।

২. কোম্পানির বিবরণ ফর্ম সঠিক ভাবে পূরন করতে হবে (কোম্পানির নাম, মোবাইল নাম্বার, ই-মেইল অ্যাড্রেস, ঠিকানা ইত্যাদি)।

বিঃদ্রঃ যদি পূর্বে কোম্পানির বিবরন ফর্ম পূরন করা থাকে তবে তা পুনরায় পূরন করতে হবে না ।

৩. নতুন জব পোস্ট করতে চাইলে Post Job মেনুতে ক্লিক করে, নতুন জব ফর্মটি সঠিক ভাবে পূরন করে সেইভ বাটন ক্লিক করতে হবে (জবের ধরন, সেলারি রেঞ্জ, ডেডলাইন, অ্যাপ্লাই ইন্সট্রাক্সন, জবের বিবরন ইত্যাদি )।

৪. জবের আপ্লিকাইন্টদের দেখতে হলে জব লিস্ট থেকে option বাটনে ক্লিক করে সংশ্লিষ্ট জবের আপ্লিকাইন্টদের পাওয়া যাবে, সেখান থেকে আপনি তার সিভি ডাউনলোড করতে পারবেন, অথবা তাকে ইন্টারভিউয়ের জন্য ইনভাইট পাঠাতে পারবেন ।

৫. প্রার্থীর প্রোফাইল দেখে তাকে ইনভাইট অথবা শর্টলিস্ট করতে হবে। ইনভাইট করলে সরাসরি জব সিকারের ই-মেইলে Notification যাবে। আর শর্টলিস্ট করলে employer তার ড্যাসবোর্ডে শর্টলিস্ট মেনুতে দেখতে পারবে, এবং সেখান থেকে ইনভাইট পাঠানো যাবে । বিঃদ্রঃ employer একাধিক জব সিকারস প্রোফাইলকে শর্টলিস্টেট করতে পারবে।

Profile Create for job seekers

১. প্রথমে ওয়েম সাইটে লগ-ইন / রেজিস্ট্রেশন করতে হবে ।

২. লগ-ইন করার পর এডিট রিসুম মেনুতে গিতে নিজের সঠিক তথ্য দিয়ে cv পোস্ট করতে হবে । পরবর্তিতে employer আপনার CV দেখে আপনাকে জবের জন্য ইনভাইট করা হবে ।

বিঃদ্রঃ আপনার ছবি ও আপনার সিভির তথ্য সঠিক ভাবে পূরন করুন ।

আপনার CV সঠিক ভাবে পূরন হলে আপনার প্রোফাইল টি ওয়েব সাইডে দেখা যাবে ।

৩. জব ক্যটাগোরি থেকে Job ডিটেইলস দেখে জবের জন্য apply করতে হবে । জব অ্যাপ্লাই এর ফর্মে Expected Salary পূরন করে Submit বাটনে ক্লিক করতে হবে । এর পরে Employer জব সিকাররের CV ও সম্পূর্ন প্রোফাইল দেখতে পারবে, যদি জব সিকার জবটির জন্য পার্ফেক্ট কেন্ডিডেড হয়, তাহলে Employer জব সিকারের সাথে ফোন অথবা ই-মেইলের মাধ্যমে যোগাযোগ করবে ।