FAQ- Frequently Asked Questions
লগ-ইনের জন্য Job Dorkar ওয়েব সাইটে উপরের মেনু থেকে Login বাটনে ক্লিক করুন, Login ফর্মে আপনার E-mail / Mobile এবং Password দিয়ে Sign In করুন ।
বিঃদ্রঃ Job Dorkar ওয়েব সাইটে যদি আপনার একাউন্ট না থাকে তবে আপনার নতুন একাউন্ট খুলতে হবে, নতুন একাউন্ট খোলার জন্য উপরের মেনু থেকে Submit CV লিংকে ক্লিক করুন, Registration ফর্মে আপনার Name, Email, Password, ইত্যাদি সঠিক ভাবে পূরন করুন এবং Sign Up বাটন ক্লিক করুন।
লগ-ইন করার পর Edit Resume মেনুতে গিয়ে নিজের সঠিক তথ্য দিয়ে CV Submit করতে হবে ।
Job Category থেকে Job Details দেখে Apply Job বাটন ক্লিক করতে হবে । Job Apply এর ফর্মে Expected Salary (প্রত্যাশিত বেতন) পূরন করে Submit বাটনে ক্লিক করতে হবে ।
প্রার্থীর প্রোফাইল দেখে তাকে Invite অথবা Shortlist করতে হবে। Invite করলে সরাসরি Job সিকারের ই-মেইলে Notification যাবে। আর Shortlist করলে Employer তার Dashboard এ Shortlist মেনুতে দেখতে পারবে, এবং সেখান থেকে Invite বাটন ক্লিক করে Interview এর জন্য Invite করতে হবে ।