Employability skills for current job market

কর্মসংস্থানে দক্ষতা কেমন হওয়া উচিত?  বার বার একই প্রশ্ন আপনার মনে !!

এই সকল সমস্যার সমাধান জানতে চোখ রাখুন আমাদের “জব দরকার লিমিটেড”এর ফেইসবুক পেইজে।

গ্রাজুয়েশনের পর প্রায় প্রতিটি শিক্ষার্থী চায় একটি কাংক্ষিত চাকরী লাভ করতে। সেই জন্য তারা নানান প্রকার চেষ্টা করতে থাকে। কিন্তু সব থেকে গুরুত্বপুর্ণ যে কাজটি করতে প্রায় অধিকাংশ শিক্ষার্থীরাই ভুলে যায়, সেটি হলো নিজেকে শুরু থেকেই Employable করে গড়ে তোলা আর এই প্রস্তুতীটি নেয়া শুরু করতে হয় ছাত্র-জীবন থেকেই। ছাত্র-জীবন থেকেই যদি একটি শিক্ষার্থী নিজেকে চাকরী পাবার উপযোগী ও যোগ্য করে গড়ে তোলার জন্য প্রয়োজনীয় সকল প্রকার জ্ঞান ও দক্ষতা অর্জন করে তবে ছাত্র-জীবন শেষে যখন সেই শিক্ষার্থীটিই চাকরীর জন্য আবেদন করে, তখন তার জন্য তার কাংক্ষিত চাকরী পাওয়াটা অনেক সহজ হয়ে পড়ে।

অধিকাংশ শিক্ষার্থীরাই এই বিষয়টি সম্পর্কে বিস্তারিতভাবে অবগত নয়, যার কারণে তারা নিজেদেরকে ছাত্র-জীবন থেকেই Develop করতে না পারার কারণে পড়াশোনা শেষে তাদেরকে বেকার বসে থাকতে হচ্ছে।

গ্রাজুয়েশনের পর কিভাবে আপনি কাংক্ষিত চাকরী লাভ করবেন এই সকল বিষয় জানতে চোখ রাখুন আমাদের “জব দরকার লিমিটেড”এর ফেইসবুক পেইজে।

সময়ঃ ১৬-০৪-২০২২ ইং শনিবার রাত ১০.০০ - ১১.০০ পর্যন্ত ।

পেইজ লিংকঃ

https://www.facebook.com/JobDorkarBD/