চাকরির প্রস্তুতি বিষয়ক অনলাইন ফ্রি সেমিনার

তথ্য প্রযুক্তির এই যুগে সময়ের সাথে নিজেকে যতো বেশি যুগোপযোগী করে তুলবেন, ততটাই সফলতার দিকে এগুবেন। তাই আমাদের প্রত্যেকের উচিত নিজের দক্ষতা, কৌশল এবং অফিসিয়াল আচরনবিধি সম্পর্কে জেনে নিজেকে সময়োপযোগী করে গড়ে তোলা।

 

আর এই লক্ষ্যেই জব দরকার লিমিটেড আপনাকে চাকরির উপযোগী করে গড়ে তোলার জন্য আগামী ১৯.০৩.২২ইং তারিখে ফ্রি সেমিনারের আয়োজন করছে। এই সেমিনারটি দক্ষতার উন্নয়নের উপর ফোকাস করে ডিজাইন করা হয়েছে যা কর্মক্ষেত্রে প্রয়োজনীয় ভূমিকা পালন করবে ।

 

আমরা কেন জব পাচ্ছিনা?

ইন্টারভিউ কেমন হওয়া উচিত?

কিভাবে ইন্টারভিউ বোর্ডে নিজেকে উপস্থাপন করব?

এই সকল প্রশ্নের উত্তর জানতে চলে আসুন আমাদের সেমিনারে ।

 

সেমিনারে অংশগ্রহণ করলে যা যা জানতে পারবেনঃ

 

১) অভিজ্ঞতা থাকা স্বত্তেও কেন চাকরি পাচ্ছেন না ।

২) ইন্টারভিউ কেমন হওয়া উচিত?

৩) কিভাবে ইন্টারভিউ বোর্ডে নিজেকে উপস্থাপন করবেন।

৪) আপনার সিভি, রিজিওমি এবং বায়োডাটা টি কতটুকু মানসম্মত/তথ্যবহুল হওয়া উচিত বা কিভাবে সিভি তৈরি করবেন ।

৫) পেশাগত জীবনের আচরনবিধী, শৃঙ্খলা, দক্ষতা এবং উন্নয়ন সমূহ জানা ।

৬) ইন্ডাস্ট্রিতে নিজেকে কিভাবে গড়ে তুলবেন।

৭) চাকরির বাজার, শিক্ষাগত যোগ্যতা এবং দেশ ও বিদেশের চাকরি বিষয়াদিসমূহ।

৮) জব দরকার লিমিটেড আপনাকে কিভাবে সাহায্য করতে পারে ইত্যাদি বিষয়ে গুরুত্বপুর্ন আলোচনা করা হবে ।

 

সময়ঃ ১৯-০৩-২০২২ ইং শনিবার রাত ৮.০০-৯.৩০ পর্যন্ত ।

 

ফ্রী সেমিনারে আপনার উপস্থিতি নিশ্চিত করতে নিম্নোক্ত ফরম টি পূরণ করুন:

 

লিঙ্কঃ https://cutt.ly/gA3IP0y

 

ঠিকানাঃ

হাউস: ১৮ (৪র্থ তলা), সোনারগাঁও জনপথ রোড,

সেক্টর # ১১, উত্তরা, ঢাকা-১২৩০।

প্রয়োজনে কল করুন – 01971 900977, 01973 900933

 

আয়োজনে- জব দরকার লিমিটেড

www.jobdorkar.com