A PHP Error was encountered

Severity: Warning

Message: fopen(/tmp/sessions/PHPSESSIDdf8a4c09a74fb320c1fe5af1009241c31c61cddf): failed to open stream: Disk quota exceeded

Filename: drivers/Session_files_driver.php

Line Number: 174

Backtrace:

File: /home/jobdorkar24/public_html/application/controllers/JobWebsite.php
Line: 8
Function: __construct

File: /home/jobdorkar24/public_html/index.php
Line: 315
Function: require_once

A PHP Error was encountered

Severity: Warning

Message: session_start(): Failed to read session data: user (path: /tmp/sessions)

Filename: Session/Session.php

Line Number: 143

Backtrace:

File: /home/jobdorkar24/public_html/application/controllers/JobWebsite.php
Line: 8
Function: __construct

File: /home/jobdorkar24/public_html/index.php
Line: 315
Function: require_once

Trainer (Handicraft)

Trainer (Handicraft)

Company: Action Joy Enterprise Ltd.

Vacancy: 2
Deadline: 10 August 2024
Salary: Negotiable
Location: Faridpur
Education Qualification: SSC
Experience: 2 Year(s)

বাংলাদেশের অসহায়, প্রতিবন্ধী ও অনগ্রসর শ্রেণির মানুষের পাশে দাড়ানোর উদ্দেশ্যে বাস্তবমুখী কাজের প্রশিক্ষন ও উদ্যোক্তা তৈরির জন্য বিজয় ইন্টারন্যাশনাল বিভিন্ন হাতের কাজে অভিজ্ঞ প্রশিক্ষক খুজঁছে।

প্রার্থীকে অবশ্যই সুই-সুতার বিভিন্ন কাজ ও হাতের কাজের বিভিন্ন প্রশিক্ষনে অভিজ্ঞ হতে হবে। পূর্বের হাতের কাজের প্রশিক্ষক হিসেবে যেকোন চাকরির অভিজ্ঞতা থাকলে তা প্রার্থীর যোগ্যতার পরিমাপ বৃদ্ধি করবে। জুট, আল্পনা, মোম, কাপড়ের বিভিন্ন ডিজাইন ইত্যাদি বিষয়ে অভিজ্ঞ প্রার্থীকে অগ্রাধিকার দেওয়া হবে। উল্লেখ থাকে যে, এই পদে নারী প্রার্থীগণকে অগ্রাধিকার দেওয়া হবে।

 

কাজের দায়িত্ব সমূহ:

১। প্রতিষ্ঠানের পরিকল্পনা অনুযায়ী বিভিন্ন গ্রুপ সমূহকে প্রশিক্ষণ প্রদান করা।

২। প্রশিক্ষণের জন্য প্রয়োজনীয় মালামাল ও জিনিসপত্রের সময়মত চাহিদাপত্র তৈরি করা।

৩। বিভিন্ন গ্রুপের প্রশিক্ষণে ব্যবহৃত সকল কিছুর সঠিক হিসাব রাখা এবং তত্ত্ববধান করা।

৪। হাজিরা বই, কাচামাল হিসাব বই, কাজ দেওয়া ও জমার বই হিসাব সঠিকভাবে লিপিবদ্ধ করা এবং নিয়মিত আপডেট রাখা।

৫। প্রশিক্ষণ রির্পোট ও সফলতার গল্পসমূহ খসড়া করা। কিন্তু বাধ্যতামূলক নয়।

৬। সকল গ্রুপের কাজ জমা নেওয়ার পর মাসিক বেতনের হিসাব তৈরিতে সহযোগীতা করা।

৭। চাহিদা মোতাবেক বিভিন্ন স্যাম্পল পণ্য তৈরি করার ব্যবস্থা করা।

৮। প্রতিষ্ঠানের পক্ষে বিভিন্ন সামাজিক ইভেন্ট ও প্রোগামে যোগদান করা।

৯। প্রতিষ্ঠানের অন্যান্য টিম মেম্বারদের সাথে বিভিন্ন জেলার ইন্সটিটিউশন এবং গ্রুপগুলোতে ট্রেনিং দেওয়ার জন্য যোগদান করা।

১০। মার্কেট চাহিদার সাথে তাল মিলানোর জন্য নিজেকে আপডেটেড বিজয় প্রোডাক্ট রিলেটেড বিভিন্ন ডিজাইন, পন্যের মান ও কারুকাজের সাথে আপডেট করার মানসিকতা রাখা।

১১। ম্যানেজমেন্ট কতৃক অর্পিত অন্য যেকোন কাজ (আলোচনা সাপেক্ষে)

 

কাজের স্থান: ফরিদপুর সদর, ফরিদপুর (ঢাকা থেকে ২-২.৩০ ঘন্টার পথ)

 

কাজের সময়: সকাল ৯টা থেকে বিকাল ৫টা

 

আগ্রহী প্রার্থীগণকে applicationforbijoy@gmail.com এ ইমেইল এ সিভি পাঠানোর জন্য অনুরোধ করা গেল এবং যেকোন প্রয়োজনে 01753278956 নম্বরে যোগাযোগ করার জন্য অনুরোধ করা হল।