Blogs

দক্ষ জনশক্তিই একটি জাতির মেরুদন্ড। এই মেরুদন্ডকে সোজা রাখার জন্য নিরন্তর কাজ করে যাচ্ছে দেশ পলিটেকনিক কলেজ এবং দেশ টেকনিক্যাল ট্রেনিং ইনস্টিটিউট।
দেশ পলিটেকনিক কলেজ এবং দেশ টেকনিক্যাল ট্রেনিং ইনস্টিটিউট এর দক্ষ শিক্ষার্থীদের চাকরির নিশ্চয়তার লক্ষ্যে এই সময়ের অন্যতম চাকরি দাতা প্রতিষ্ঠান জব দরকার লিমিটেড এর সাথে একটি সমঝোতা চুক্তি স্বাক্ষরিত হয়। আশা করি উভয়ের এই যৌথ প্রচেষ্টা একটি বেকার মুক্ত দেশ গড়ায় মাইলফলক হিসাবে কাজ করবে।
এখন থেকে অদক্ষ চাকরি প্রত্যাশীরা দেশ টেকনিক্যাল ট্রেনিং ইনস্টিটিউট এ বিনামূল্যে প্রশিক্ষণ নিয়ে #JobDorkar.com এর মাধ্যমে চাকরি পাওয়ার জন্য পূর্ণ সহযোগিতা পাবে।
উল্লেখ যে, #jobDorkar.com চাকরিদাতা এবং গ্রহীতা এই দুই শ্রেণীর মধ্যে সমন্বয় করার একটি অন্যতম অনলাইন মাধ্যম, যারা বিগত পাঁচ বছর যাবৎ কর্পোরেট কোম্পানিতে বেকার জনগোষ্ঠীর কর্মসংস্থানের ব্যবস্থা করে আসছে। 
সমঝোতা স্বাক্ষর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জব দরকার লিমিটেড এর ব্যবস্থাপনা পরিচালক জনাব মোঃ সাইদুল ইসলাম এবং দেশ পলিটেকনিক কলেজের পরিচালক জনাব রবিউল হাসান।