চাকরি বিষয়ক  ফ্রি সেমিনার

লেখাপড়া শেষ করে প্রতিটি মানুষই কর্মজীবনে পদার্পণ করতে চায়।কিন্তু বাংলাদেশের মতো উন্নয়নশীল দেশে যেখানে কর্মসংস্থানের খুবই অভাব, সেখানে কাঙ্খিত কর্মক্ষেত্র খুঁজে পাওয়া খুবই দুষ্কর।পরিবর্তিত বিশ্ব অর্থনৈতিক অবস্থায় আপনি আপনার ক্যারিয়ার কে কতটুকু সামঞ্জস্য রেখে উন্নয়ন করতে পেরেছেন একবার ভেবেছেন কি??

এরই ধারাবাহিকতায় Job Dorkar Skill Development Project কর্তৃক চাকুরী বিষয়ক একটি ফ্রি সেমিনারের আয়োজন করা হয়েছে ।

সময়ঃ সকাল ১০ ঘটিকায় ২৯ শে মে রোজ শনিবার

সেমিনারে অংশগ্রহণ করলে যা যা জানতে পারবেনঃ

১) কিভাবে ইন্টারভিউ বোর্ডে নিজেকে উপস্থাপন করবেন।
২) আপনার সিভি টি কতটুকু মানসম্মত/তথ্যবহুল হওয়া উচিত বা কিভাবে সিভি তৈরি করবেন।
৩) ফ্রেশার হয়েও কিভাবে চাকুরী পাবেন।
৪) অভিজ্ঞতা থাকা স্বত্তেও কেন চাকুরী পাচ্ছেন না।
৫) প্রার্থীদের প্রতি একটি কোম্পানির কি ধরনের চাহিদা থাকে।
৬) কর্পোরেট কোম্পানি গুলো কতটুকু অনলাইনমুখী হচ্ছে।
৭) আমরা আপনাকে কিভাবে সাহায্য করতে পারি ইত্যাদি বিষয়ে গুরুত্বপুর্ন আলোচনা করা হবে।

উক্ত সেমিনারে আপনি আমন্ত্রিত ।

ফ্রী সেমিনারে আপনার উপস্থিতি নিশ্চিত করতে নিম্নোক্ত ফরম টি পূরণ করুন ।

লিঙ্কঃ https://forms.gle/g8ods7nYrB1AdWft6

???? আমাদের অফিসের ঠিকানা:
হাউস: ১৮(৪র্থ তলা),সোনারগাঁও জনপথ রোড,
সেক্টর # ১১, উত্তরা, ঢাকা-১২৩০।
???? : 01973 900 933